উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত বছরের তুলনায় এই সময়ে ২৬ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংক গুলোতে টাকা পাঠাতে। অথচ ফ্যাসিস্ট সরকার টার্গেট করে ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করেছে।
বিদেশের দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি করা হয় উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার হয়রানি কমাতে কাজ করছে।’
এ সময় যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সরকারের বিভিন্ন কাজে দেশে ফেরত প্রবাসীদের কাজ করার সুযোগ দেয়া হবে।’
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের নিদিষ্ট নীতিমালা প্রণয়নের কথাও বলেন তিনি।