নতুন নিয়োগ পাওয়া পাঁচ স্পেশাল পাবলিক প্রসিকিউটর হলেন সরকার নুরে এরশাদ সিদ্দিকী, শাহাদাত হোসেন, রুনা লায়লা রুনা, জুয়েল মুন্সি সুমন ও রেজাউল করিম। এই পাঁচজন সহকারী অ্যাটর্নি জেনারেলের সুযোগ সুবিধা ও পদমর্যাদা ভোগ করবেন।
এর আগে অক্টোবর ২০ জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।
এ ঘটনায় ২০১৭ সালে অনুযায়ী ১৩৯ জনের মৃত্যুদণ্ড ও ১৮৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। আর বিভিন্ন মেয়াদে সাজা হয় ২২৮ জনের। খালাস দেয়া হয় ২৮৩ জনকে। অপর মামলাটি বিস্ফোরক আইনে করা। এখনো বকশিবাজারে অস্থায়ী আদালতে বিচারাধীন।