অপরাধ ও আদালত
0

বিডিআর বিদ্রোহের মামলায় আরো পাঁচ স্পেশাল পাবলিক প্রসিকিউটর

পিলখানার বিডিআর বিদ্রোহে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আরো পাঁচ স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন নিয়োগ পাওয়া পাঁচ স্পেশাল পাবলিক প্রসিকিউটর হলেন সরকার নুরে এরশাদ সিদ্দিকী, শাহাদাত হোসেন, রুনা লায়লা রুনা, জুয়েল মুন্সি সুমন ও রেজাউল করিম। এই পাঁচজন সহকারী অ্যাটর্নি জেনারেলের সুযোগ সুবিধা ও পদমর্যাদা ভোগ করবেন।

এর আগে অক্টোবর ২০ জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।

এ ঘটনায় ২০১৭ সালে অনুযায়ী ১৩৯ জনের মৃত্যুদণ্ড ও ১৮৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। আর বিভিন্ন মেয়াদে সাজা হয় ২২৮ জনের। খালাস দেয়া হয় ২৮৩ জনকে। অপর মামলাটি বিস্ফোরক আইনে করা। এখনো বকশিবাজারে অস্থায়ী আদালতে বিচারাধীন।

ইএ