দেশে এখন
অপরাধ ও আদালত
0

বিডিআর বিদ্রোহ তদন্তে নতুন কমিটি প্রয়োজন নেই মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত কমিটি করা হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে দু'টি মামলা বিচারাধীন থাকায় আপাতত তদন্ত কমিটি করার প্রয়োজন মনে করে না মন্ত্রণালয়।

আজ (রোববার, ১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে এই তথ্য জানানো হয়। এসময় তদন্ত কমিটি চেয়ে করা রিটটি খারিজ করে দেয়া হয়েছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা মামলায় ৮৫০ জনের ২০১৩ সালের ৫ নভেম্বর বিচার করা হয়। রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আর খালাস পান ২৭৮ জন। ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে।

আরও ২২৮ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন। গেলো সেপ্টেম্বরে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

ইএ