অপরাধ ও আদালত
0

ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিটের শুনানি জানুয়ারিতে

বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিটের শুনানি জানুয়ারিতে অ্যাটর্নির উপস্থিতিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

আজ (রোববার, ১৫ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হলে এই আদেশ দেয়া হয়। রিটে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ২৯ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

ইএ