স্বাস্থ্য
দেশে এখন
0

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়ালো

চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। আর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এ পর্যন্ত ৯৮ হাজার ১৮৮ জন।

আজ (শনিবার, ১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৮ হাজার ৯১৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ২৭১ জন। ডিসেম্বরের প্রথম ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৭১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আর মৃত্যু হয়েছে ৫৭ জনের।

চলতি বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন।

এএম