শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচজুড়ে আধিপত্য ছিল মোহামেডানের। শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আলফাজ আহমেদ শিষ্যরা। যদিও গোল পেতে সময় লেগেছে মতিঝিল পাড়ার ক্লাবটির।
প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক সোলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ঢাকা আবাহনী। তবে, ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় মারুফুল হকের দল। যোগ করা সময়ে গোল করলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়। ফলে, জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।