টস হেরে ব্যাট করতে নেমে অজিদের সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। বর্ডার-গাভাস্কার ট্রফি জেতার লড়াইয়ে, ব্রিসবেনে স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামেন ওসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি। খাজা ১৯ আর ম্যাকুয়েনি অপরাজিত ৪ রানে।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা দেখতে মাঠে ৩০ হাজারের বেশি দর্শক উপস্থিতি ছিল। ১৫ ওভারের কম খেলা হওয়ায় দর্শকদের টিকিটের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় দুদল।