দেশে এখন
0

সারাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

যথাযথযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বধ্যভূমি ও শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ।


১৪ ডিসেম্বরের সকালে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে কনকনে শীত উপেক্ষা করেই ফুল হাতে বধ্যভূমিতে মানুষের ঢল।

দিবসের শুরুতেই রংপুর টাউন হল সংলগ্ন বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। পরে একে একে নগরীর বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান ফুল দিয়ে। এ সময় শহীদদের স্মরণে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। দেয়া হয় গার্ড অব অনার।

রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল আলম বলেন, ‘বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে শুরু করে রংপুরের সবাই এখানে একত্রিত হয়ে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করলাম।’

এদিকে প্রথম প্রহরে খুলনার গল্লামারির বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় মুক্তভাবে রাজনীতি করার প্রত্যাশা ব্যক্ত করেন দলের নেতাকর্মীরা।

পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। নগরের চৌহাট্টের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, ‘দীর্ঘসময়ে আন্দোলনের ধারাবাহিকতায় যে স্বাধীন দেশটি আমরা পেয়েছি আজকে সময় এসেছে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেয়ার। আর একই সঙ্গে সময় এসেছে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার।’

নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রাম, বরিশাল ও টাঙ্গাইলেও পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণি পেশার মানুষ। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়াসহ জেলাগুলোতে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচির।

এএম