অন্যদিকে ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হায়দ্রাবাদের চিক্কাদপাল্লি পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ আজ (শুক্রবার) আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেপ্তার করে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জেরা করা হবে।
এর আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে সিনেমার নায়ক আল্লু আর্জুনের সাথে দেখা করতে সিনেমা হলে ভিড় করেন ভক্তরা।
এ সময় পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। নিহত ওই ভক্তের নাম রেবতী। ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।
ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। ওইদিনের ঘটনা বিবরণে সংবাদমাধ্যমে বলা হয়, জনস্রোত সামলাতে পুলিশ যখন হিমশিম খাচ্ছিলো তখনই পদদলিত হন স্বামী ও দুই সন্তান নিয়ে সিনেমা হলে আসা ওই নারী।
ওই সময় তদন্তকারী কর্মকর্তারা জানান, ওই নারী যখন পদদলিত হন তখন ‘পুষ্পা টু’ সিনেমার অভিনেতা আল্লু অর্জুন সিনেমা হলেই অবস্থান করছিলেন।
এরপর ওই নারীর পরিবার স্থানীয় থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই পুলিশ আজ গ্রেপ্তার করলো তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে।