আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় ছোট বড় প্ল্যাকার্ড হাতে পরিবেশ দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরার পাশাপাশি, দূষণ রোধে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরা হয়। তারা জানান, পরিবেশ দূষণের দায় শুধু জনগণের না সরকারকেও এর দায় নিতে হবে।
এসময় পরিবেশের জন্য হুমকি এমন প্রকল্পগুলো পর্যালোচনার দাবি জানান বক্তারা। বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই উল্লেখ করে তারা জানান, দূষণ প্রতিরোধে নীতিনির্ধারক পর্যায়ের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন।