এশিয়া
বিদেশে এখন
0

মিয়ানমারে এবার সান রাজ্যে জান্তা বাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠী

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর এবার সান রাজ্যে জান্তা বাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠী। গেল দশদিনে দুপক্ষের এই সংঘাতে অন্তত ৩৪ সেনাসদস্যের প্রাণহানি হয়েছে বলেও নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এর আগে, মংডু দখলের মাধ্যমে বাংলাদেশ ঘেঁষা মিয়ানমারের ২৭০ কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে বলে দাবি করে দেশটির সংবাদমাধ্যম ইরাবতী।

প্রতিবেদনে আরো জানানো হয়, প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীসহ জান্তার অপারেশন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি।

আরাকান আর্মির মুখপাত্র, ইউ খাইং বিবিসিকে জানান, এরই মধ্যে পশ্চিমাঞ্চলে জান্তা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার দখল নেয়া হয়েছে। রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা।

গেল মে মাসের শেষে মংডু আক্রমণ শুরু করে আরাকান আর্মি। বর্তমানে, বাংলাদেশের সীমান্তবর্তী তিনটি শহর মংডু, বুথিডাং এবং পালেতোয়া নিয়ন্ত্রণের দাবি করছে তারা।

এএম