রাজনীতি
0

সমালোচনা মানে সরকারের বিরোধিতা করা নয়: রিজভী

সমালোচনা মানে সরকারের বিরোধিতা করা নয়। বিএনপি কাউকে ব্যর্থ করার চেষ্টা করছে না, পরিপূরক হয়ে সরকারের সাথে আলোচনা ও সমালোচনার মাধ্যমে সংশোধন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) দুপুরে যাত্রাবাড়ীর নবী টাওয়ারে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলেছেন, বিএনপি হাসিনাকে সমর্থন করে। তাদের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। জাতীয় ঐক্যের মাধ্যমে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সকল দলকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে।'

গণতন্ত্রের চূড়ান্ত রূপ পেতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'প্রশাসনকে ত্বরান্বিত করতে হবে, যে মামলাগুলো হয়েছে সেগুলোর বিচার করতে হবে, না হলে ছাত্র আন্দোলনের শহীদদের অপমান করা হবে।'

বক্তব্য শেষে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে সহায়তা প্রদান করেন রুহুল কবির রিজভী।

ইএ