একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার আনিসুল, ইনু, ফারুকসহ ৮ জন

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, জিয়াউল আহসানসহ ৮ জনকে।

আজ (বুধবার, ১১ ডিসেম্বর) সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এদিকে, ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এএইচ