‘অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার’ শিরোনামে গত ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিমুল এহসান জুবায়ের।
রিটে অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব ও সম্পদের অনুসন্ধান করার নির্দেশনা চান। ওই রিটের শুনানি শেষে রিটটি করে মঙ্গলবার আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালতে রিটকারি আইনজীবী মো. আমিমুল এহসান জুবায়ের নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।
রিটটি সরাসরি খারিজ হওয়ায় অন্য কোনো বেঞ্চেও রিটের শুনানি করতে পারবে না।