শেষ হলো ফর্মূলা ওয়ানের ২০২৪ সালের মৌসুম। সব আকর্ষণ এখন ২০২৫ এ। আগামী বছর ফর্মুলা ওয়ান পা দেবে 'প্লাটিনাম জুবিলি' তথা ৭৫ বছরের লেগাসিতে। যেখানে বড় নামগুলো যাচ্ছে তাদের রাইভাল দলগুলোর সাথে থাকছে কয়েকজন আনকোরা তরুণ ড্রাইভার।
এর মাঝে সবচেয়ে আলোচিত ঘটনা বছরের শুরু দিকেই সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের রাইভাল টিমে যোগদানের ঘোষণা। মার্সিডিজে ১২ বছরে ছয়টি বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার পর চার্লস লেকরেক ও ফেরারির নতুন টিমমেট হতে যাচ্ছেন জানুয়ারিতে ৪০ এ পা দেয়া লুইস।
২০২৫ সালে অস্ট্রেলিয়া গ্র্যান্ড প্রিক্স দিয়ে শুরু হবে ফর্মুলা ওয়ানের মৌসুম। ফেরারির লাল পোশাকে লুইসকে দেখা যাবে প্রি সিজন টেস্টিং এ। যেটি হবে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি বাহরাইনে।
২০২৫ সালে পুরো মৌসুমের জন্য হাস টিমের সাথে যুক্ত হচ্ছেন তরুণ অলিভার বিয়ারম্যান। হ্যামিলটন, রাসেল ও ল্যান্ডো নরিসের পর চতুর্থ ব্রিটিশ ড্রাইভার হিসেবে ট্র্যাকে থাকবেন এই প্রভিভাবান ড্রাইভার। অপরদিকে মাত্র এক সিজনে ফর্মুলা-টু থেকে মার্সিডিজে হ্যামিলটনের স্থলাভিষিক্ত হচ্ছেন ১৮ বছরের কিমি আন্তনেলি।
চার বছরে ফেরারির হয়ে জিতেছেন চার বার। যার মাঝে ২০২৪ সালেই দু'টি অস্ট্রেলিয়া ও মেক্সিকান জিপিতে। ফেরারিতে অসাধারণ সময় কাটানোর পর এবার কার্লোস সেইঞ্জের নতুন ঠিকানা উইলিয়ামস টিম। যদিও ২০২৬ পর্যন্ত রেড বুলের সাথে পেরেজের চুক্তি এবং আন্তোনেলি মার্সিডিজে যাওয়ায় সেইঞ্জের হাতে বড় দলে যাওয়ার খুব বেশি সুযোগও ছিলো না।
২০২৫ সিজনেও হতে যাচ্ছে ২৪ রাউন্ড রেসিং। বছরের শুরুটা হবে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স দিয়ে। অবশ্য রমজান মাসের জন্য বাহরাইন ও সৌদি আরবে রেসিং কিছুটা পিছিয়ে হবে এপ্রিল স্লটে। নয় মাসের এই রেসিং শেষ হবে আগামী ৭ ডিসেম্বর আবুধাবি গ্রান্ড প্রিক্স দিয়ে।
১৮ ফেব্রুয়ারি দুই ঘণ্টার বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে ২০২৫ মৌসুমের। আলাদা করে গাড়ি প্রদর্শনের ধারা বদলে এবার লন্ডনের ওটু এরেনায় একই সাথে ১০ দল নিজেদের গাড়ি প্রদর্শন করবে। নতুন বছরে নতুন গাড়ির ডিজাইন কেমন হবে কিংবা কেমন হবে দল গুলোর পারফরম্যান্স? ভক্তদের অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত।