দেশে এখন
0

সয়াবিন তেলে প্রতি লিটারে বাড়লো ৮ টাকা

সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত সয়াবিনে প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা এবং খোলা তেলে ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ভেজিটেবল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন এ তথ্য জানান।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়া দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, 'বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটারে বেড়েছে ৮ টাকা করে। আগে ছিল ১৬৭ টাকা।'

তিনি বলেন, 'দেশে সয়াবিন তেলের মজুদে কোনো ঘাটতি নেই। তবে সরবরাহে ঘাটতি আছে। এতে বাজারে সয়াবিন তেলের সংকট কেটে যাবে।'

সচিবালয়ে বৈঠক করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

এখন থেকে প্রতি মাসের ১০ তারিখে ভোজ্যতেল যাচাই মিটিং অনুষ্ঠিত হবে বলেও সাংবাদিকদের জানান বাণিজ্য উপদেষ্টা।

নতুন দাম অনুযায়ী, এখন থেকে খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকায়, এতদিন এটি বিক্রি হয়েছে ১৪৯ টাকায়। আর ৫ লিটারের সয়াবিন তেল ৮৬০ টাকা ও এক লিটার খোলা পাম অয়েলের দাম ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম আগামীকাল (১০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

নিত্যপণ্যের দাম প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, 'আলু আর তেল ছাড়া সব পণ্যের দাম নেমে আসছে। আরো কমে আসবে। দ্রব্যমূল্যের দাম কমাতে আমাদের আমদানি সহজ করা ছাড়া আর কোনো পন্থা নেই।'

এসএস