দেশে এখন
0

‘সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না’

সাদা বা সাধারণ পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সাধারণ পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্ধারিত পোশাক পড়তে হবে।’

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অনেক থানা থেকে হাতিয়ার লুট হয়েছে। তবে অভিযানের পরেও আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব তা উদ্ধার করতে হবে।’

বর্তমানে মব জাস্টিস বেড়ে গেছে, অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। তা বন্ধ করতে সকলের কাছে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘মাদক, ঘুষ, ভর্তি ও কোচিং বাণিজ্য আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাধি। এগুলো পরিবর্তন না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সকলে এক হয়ে এসব বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দিতে হবে তদবির ছাড়া।’

এছাড়াও উপদেষ্টা বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জড়ানো যাবে না। সকলকে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘গত ১৫ বছর ধরে প্রতিবেশী দেশ ভারত আমাদের কাছ থেকে অনেক সুবিধা ভোগ করেছে। এখন সুবিধা না পাওয়ায় তারা মিথ্যা বলে তাদের গণমাধ্যমে অনেক কিছু প্রকাশ করছে।’ তাই সত্য ঘটনা তুলে ধরার জন্য দেশের সাংবাদিকদের কাছে অনুরোধ জানান তিনি।

এছাড়াও দ্রব্যমূল্য নিয়ে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, বলেন, ‘আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম অনেকটাই বেড়েছে। গত দুই বছর আলুর দাম বাড়লেও কৃষকের থেকে বেশি লাভবান হয়েছে মধ্যস্বত্বভোগীরা। তবে আমাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে রোজার মাসে দাম নিয়ন্ত্রণে রাখার।’

মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান সহ খুলনা বিভাগীয় পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। এ সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এএইচ