শিক্ষা
দেশে এখন
0

‘হচ্ছে না বই উৎসব, তবে জানুয়ারির মধ্যেই প্রাথমিকের নতুন বই দেয়া হবে’

প্রতিবছরের মতো এবারো পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না। তবে, ঐ মাসের মধ্যেই প্রাথমিকের সব বই দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ (রোববার, ৮ ডিসেম্বর) সকালে খুলনায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, নতুন বইয়ে বেশ কিছু সংস্কার ও সংযোজন করা হচ্ছে। যার মধ্যে ২৪ এর গণঅভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হবে।

উপদেষ্টা জানান, বাইরের একটি দেশকে বই ছাপানোর জন্য টেন্ডার দেওয়া হয়েছিলো যা বাতিল করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে বই দিতে কিছুটা দেরি হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন, ‘নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ওপরে কিছুটা বাড়তি চাপ পড়বে এটি ঠিক। এটি মেনে নিতে হবে। তার কারণ গণঅভ্যুত্থান পরবর্তী দেশে সকল ক্ষেত্রেই একটি প্রভাব পড়ে। যেটি শিক্ষাক্ষেত্রেও পড়েছে। এটি মেনে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে।’

এএইচ