আজ (রোববার, ৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী প্রতীকী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
অপপ্রচার ও অপতথ্য নিয়ে ভারত বিশ্ববাসীকে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, 'দিল্লির আগ্রাসন প্রতিরোধে বিএনপি সবাইকে নিয়ে প্রস্তুত রয়েছে।'
এসময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন, 'দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ভারতের এই আগ্রাসী মনোভাব গ্রহণ করবো না।'
বক্তব্যে যুবদল সভাপতি জানান, আমরা বন্ধু রাষ্ট্র চাই, প্রভুত্ব চাই না। এছাড়াও, ভারতের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।