দেশে এখন
রাজনীতি
0

ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান হাসনাতের

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আরো বলেন, ‘আমাদের দেশে যে কোনো হিন্দু-মুসলিম বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে তা বেশি করে গণমাধ্যমে তুলে ধরতে হবে।’

আজ (শনিবার, ৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, ‘জুলাই গণ-আন্দোলনের শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং গুম-খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হবার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। আর জাতীয় পার্টি ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টির ওপর ভর করেই কিন্তু ফ্যাসিবাদ মহীরুহ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল। এছাড়া অনুষ্ঠানে আরো অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।

এএম