দেশে এখন
0

১৫ দিনের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত করে ১৫ কার্যদিবসে প্রতিবেদন দাখিলে সব ইউনিটকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। আজ (বুধবার, ৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই ২০২৪ হতে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় পুলিশের ওপর সকল দায়ভাগ অর্পিত হচ্ছে। এতে পুলিশ সদস্যদের মনোবলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এ পরিস্থিতি হতে উত্তরণের জন্য গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত অবিলম্বে সম্পন্ন করা প্রয়োজন। এতে অনেক পুলিশ সদস্য অনাকাঙ্ক্ষিত দায় হতে নিষ্কৃতি পাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এএম