জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসছে সৌদি আরব। একে একে বাস্তবায়ন হচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন টুয়েন্টি থার্টি রূপকল্পের নানা প্রকল্পের কাজ। এবার মরুর বুকে এই প্রকল্পে আলোর মুখ দেখলো রিয়াদের প্রথম মেট্রো রেল।
সাপের মতো আঁকাবাঁকা লাইনে রাজধানী রিয়াদের বুকে ছুটছে মেট্রোরেল। যাত্রীদের সুবিধার্তে অত্যাধুনিক নান্দনিক স্টেশনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে আধুনিক নানা সরঞ্জাম। পুরো স্টেশনেই থাকছে আধুনিকায়নের ছোঁয়া। সরকারের এমন উদ্যোগে খুশি দেশটির সাধারণ জনগণ।
আমি সত্যিই খুব খুশি, প্রকল্পটি অবশেষে বাস্তবায়ন হয়েছে, যানজট এড়িয়ে রিয়াদের মতো একটি বড় শহরে আমরা দ্রুত চলাচল করতে পারবো। এই প্রকল্পটি শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে এই প্রকল্পে।
আমি রিয়াদের দক্ষিণে থাকি, আমার অফিস রিয়াদের উত্তরে। মেট্রো আমাদের জীবনযাত্রায় ইতিবাচকভাবে প্রভাব ফেলবে। যাতায়াতের জন্য এখন আমার পঞ্চাশ মিনিটেরও কম সময় লাগে, যেখানে প্রায় দেড় ঘণ্টা সময় লাগতো।
মেট্রো আমাদের অনেক সময় বাঁচিয়ে দিয়েছে। প্রথম স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে মাত্র ৪ মিনিটে যাতায়াত করা যাচ্ছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আসলেই এটি একটি চমৎকার অভিজ্ঞতা।
সৌদি সরকারের দাবি, রিয়াদের গণপরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তি হতে যাচ্ছে এই মেট্রো ব্যবস্থা। যার ফলে পর্যটকদের আকর্ষণ বাড়ার পাশাপাশি স্বস্তি ফিরবে পরিবহন খাতে। ছয়টি রেল লাইন নেটওয়ার্ক নিয়ে গড়ে তোলা হচ্ছে রিয়াদ মেট্রো। ১৭৬ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কে থাকছে মোট ৮৫টি স্টেশন।
প্রথম ধাপে রিয়াদে মেট্রোর তিনটি লাইন চালু করা হয়েছে। ১৫ ডিসেম্বর প্রকল্পের দ্বিতীয় ধাপে চালু হবে আরও দুটি লাইন। সবশেষ লাইনটি চালু হবে আগামী বছরের ৫ জানুয়ারি।
