আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের প্রেক্ষিতে স্বস্তি প্রকাশ করে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনিত সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্র মূলক ছিল।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিচারিক আদালতের রায় বাতিল করে আজ ১ ডিসেম্বর ২০২৪ রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছেন। মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিলো। তারেক রহমানের বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।’
এই রায়ে বিএনপি মহাসচিব দেশে দলের নেতাকর্মীদের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার আহবান জানিয়েছেন।