দেশে এখন
0

ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

আজ (শনিবার, ৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

সভাপতি আবু সালেহ মোট ৮০১ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে এর আগের দুইবার নির্বাচিত সভাপতি মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়ে দ্বিতীয়, শরিফুল ইসলাম (বিলু) ১০২ ভোট পান। আর ৮০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবু সালেহ আকন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আল কাফি ২৮৯, মাহমুদুল হাসান ২১০, শাহনাজ শারমীন ৩৬৪ ভোট পান। সর্বোচ্চ ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।

অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম।

এএম