ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছিল তার ভক্ত সমর্থকেরা। এক পর্যায়ে নির্মমভাবে হত্যার শিকার হোন আইনজীবী সাইফুল ইসলাম। তার হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠে দেশের সাধারণ মানুষ।
ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলামি বাংলাদেশ।
বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতের নেতারা অভিযোগ করেন, আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় ইন্ধন দিয়েছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ।
হেফাজতের নেতা মামুনুল হক বলেন, ‘যে সব ঘাতকদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে শুধু বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো এই ঘটনার নেপথ্যের খুনিদের বের করে তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং তাদেরকেও বিচার আওতায় আনতে হবে। শহীদ আলিফ হত্যাকাণ্ডের জন্য ইসকনের স্পট মদদদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে মামলা করতে হবে।’
দেশে কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম চালালে দেশের মানুষ একত্রিত হয়ে রুখে দিবে বলেও জানান হেফাজত নেতারা। তারা বলেন, আইনজীবী হত্যার পিছনে যাদের উসকানি রয়েছে সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে, মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে-এমন হুঁশিয়ার দেন হেফাজত নেতারা।