রাজনীতি
দেশে এখন
0

রাজনৈতিক মামলা যাতে নির্বাচনে বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান

এক-এগারোর ও আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের রাজনৈতিক মামলাগুলো যাতে আসন্ন জাতীয় নির্বাচনে বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে খেয়াল করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) দুপুরে দুদকের করা ক্ষমতার অপব্যবহারের মামলায় নিম্ন আদালতে খালাস পেয়ে এসব কথা বলেন তিনি।

আজ দুপুরে ঢাকার ১নং বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্য দুই জন হলেন মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকা ক্ষতি করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

আদালত থেকে খালাস পেয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘যতদ্রুত সম্ভব কেন্দ্র থেকে তৃণমূলে থাকা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।’

ছাত্রজনতার অভ্যুত্থানের সুফল পেতে, আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইএ