ইউরোপ
বিদেশে এখন
0

উন্নত জীবনমান ও বাড়িভাড়া কমানোর দাবিতে স্পেনে বিক্ষোভ

উন্নত জীবনমান ও বাড়িভাড়া কমানোর দাবিতে স্পেনের বার্সেলোনায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, ২০১৪ সালের তুলনায় গেল ১০ বছরে স্পেনের বাসাভাড়া বেড়েছে ৭০ শতাংশ হারে।

শনিবার বার্সেলোনা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বলেন, আবাসন নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু যারা আবাসন সুবিধা দেয়ার নামে একচেটিয়া ব্যবসা করছেন, তারা ন্যায্য মূল্যে বাসাভাড়া দেন না।

তাদের অভিযোগ, স্পেনের অধিকাংশ বাসিন্দাকে মোট আয়ের অর্ধেকই খরচ করতে হয় বাড়ি ভাড়ার পেছনে। দেশটির পর্যটনখাত আরো উন্নত করতে গিয়ে আবাসন খাতে এই সংকট সৃষ্টি করা হয়েছে এমন দাবি করে বিক্ষোভকারীরা জানান, বাড়ির মালিকরা লাভের আশায় পর্যটকদের আকর্ষণীয় দামে বাসা ভাড়া দিচ্ছেন যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় সূত্র জানায়, শনিবারের এই বিক্ষোভে অন্তত ২২ হাজার মানুষ অংশ নেন, যাদের অধিকাংশই মধ্যবিত্ত শ্রেণির।

এএম