দেশে এখন
0

শেরপুরে ২৯ বছর পর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল চালু

দীর্ঘ ২৯ বছর পর শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল চালু হয়েছে। আজ (শনিবার, ২৩ নভেম্বর) দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে এই টার্মিনাল থেকে আন্তঃজেলার সকল বাস চলাচল শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

পৌরসভা সূত্রে জানা গেছে, ইউজিআইআইপি প্রকল্পের ৬ কোটি টাকা ব্যয়ে অষ্টমী তলা আন্তঃজেলা আধুনিক বাস টার্মিনালটি ২০২১ সালে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। সেই সাথে টার্মিনালটি চালু হওয়ায় শেরপুর জেলা শহরের যানজটের নিরসন মুক্ত হলো। বক্তব্য শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আনুষ্ঠানিকভাবে টার্মিনালের উদ্বোধন করেন।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আ. কাদেরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইল আলম, শেরপুর বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সাহাসহ প্রমুখ।

এএইচ