আজ (শনিবার, ২৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেস ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত দ্বি বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।
আব্দুল মজিদ বলেন, ‘প্রান্তিক পর্যায়ে থেকে যারা ব্যবসা করছেন তারাই অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করছেন।’
দেশের সার্বিক ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সব ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেস ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাবেক সভাপতি আবু নাসের বলেন, ‘অচিরেই ইসলামী ব্যাংক আবার স্বরূপে ফিরবে।’
ইসলামী ব্যাংকগুলোর সংকট কেটে গিয়ে আগামী ২০৩৫ সাল নাগাদ দেশের প্রধান ব্যাংক হবে এ ধারার ব্যাংক বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আবু আহমেদসহ প্রায় কয়েকহাজার ব্যবসায়ী।