আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুরের মোহনপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। ২৫ বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবনগর গ্রামের মৃত কৃষ্ণধন দাসের ছেলে কামদেব দাস (৪৫), হবিগগঞ্জের লাখাই উপজেলার গোন্তোষপুর গ্রামের মনিন্দ দাসের স্ত্রী মায়া রাণী দাস (৪৫) এবং মেয়ে মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার সাজতাপুর গ্রামের মৃত রমেশ দাসের মেয়ে স্বপ্না রাণী দাস (৩০), এবং কিশোরগঞ্জ জেলার বায়েজিদপুর উপজেলার বায়েজিদপুর গ্রামের মৃত গৌরঙ্গ দাসের ছেলে সুকেন দাস (১৯)।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃতরা গৃহকর্মী ও কৃষি কাজের জন্য অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান।