দেশে এখন
0

বিদেশি বিনিয়োগ নির্ভর ৩৪ কোম্পানির উৎপাদন বন্ধ ভুল সিদ্ধান্ত: ব্যারিস্টার ফুয়াদ

বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে সক্ষম বিদেশি বিনিয়োগকারীদের ৩৪ কোম্পানির উৎপাদন বন্ধ করা সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ (সোমবার, ১৮ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে অন্তর্বর্তী সরকারের করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিদেশি কোম্পানিগুলোর বিদ্যুৎ উৎপাদনে ফেরাসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে ১০ দফা দাবি প্রস্তাব করেন।

প্রায় ২৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কোম্পানি বন্ধ করে বিদেশি বিনিয়োগের দায় থেকে মুক্তি পাবে না উল্লেখ করে বলেন, ‘সরকারের অন্যায্য এ সিদ্ধান্তে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে।’

এসময় তিনি কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের সমালোচনা করে বলেন, ‘ক্ষমতার পট পরিবর্তনকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি খাতকে ধসিয়ে দেওয়ার সুযোগ নাই।’

এবি পার্টির ১০ দফা দাবির প্রস্তাবে রয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে জামালপুরের চারটি চরে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন করে সৌর বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হবে।

এছাড়াও বিদ্যুতায়িত গাড়ি উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করা, ভুটান ও নেপাল থেকে ডেডিকেটেড ট্রান্সমিশন লাইনে কমমূল্যে জলবিদ্যুৎ আমদানির পদক্ষেপের দাবি তুলে ধরেন তিনি।

এএইচ