দেশে এখন
0

জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পুলিশি তদন্তের সুপারিশ করবে কমিশন

গুরুত্ব পাবে না রাজনৈতিক পরিচয়

জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পুলিশি তদন্ত হবে। এক্ষেত্রে ব্যক্তি বা তার পরিবারের রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে না, এমন প্রস্তাব করবে পুলিশ সংস্কার কমিশন।

আজ (সোমবার, ১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিশনপ্রধান সফর রাজ হোসেন।

সভায় কাউকে গ্রেপ্তারের বিষয়ে আদালতের নির্দেশনা পুরোপুরি মানার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে গ্রেপ্তারের পরপরই ব্যক্তির পরিবারের সদস্যদের জানাতে হবে। স্বচ্ছ কাঁচের ঘরে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারের নির্দিষ্ট সময়ের পরই আদালতে হাজির করার প্রস্তাব দিবে কমিশনের সদস্যরা।

সম্মিলিত প্রস্তাব আগামী ৩১ ডিসেম্বর জমা দেয়া হবে বলে জানান কমিশনের প্রধান সফর রাজ হোসেন।

কমিশনপ্রধান সফর রাজ বলেন, ‘আমরা পুলিশ সংস্কার কমিশনের সব সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। অক্টোবর মাসের ৬ তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি। চলতি বছরের ৩১ ডিসেম্বর কমিশনের রিপোর্ট দাখিল করার কথা রয়েছে। আমরা মোটামুটি মধ্য সময় এসেছি। প্রাথমিক পর্যায়ে বেশকিছু কাজ করেছি। এটাকে একটা খসড়ার চূড়ান্ত রূপ বলা যায়।’

তিনি বলেন, ‘আমরা যেসব সুপারিশ করছি এর কিছু কিছু বিষয় স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব। এ ছাড়া কিছু বিষয় রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে। কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের প্রয়োজন রয়েছে। কিছু ক্ষেত্রে সরকারি আইন ও বিধিবিধান পাল্টাতে হবে। আমরা এগুলো সুপারিশ করছি। আমাদের শুধু সুপারিশ করার দায়িত্ব।’

এএইচ