দেশে এখন
0

পাণ্ডুলিপি পরিমার্জনের কারণে বই ছাপাতে দেরি হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

পাণ্ডুলিপি পরিমার্জনের কারণে বই ছাপাতে একটু বিলম্বিত হচ্ছে, তবে জানুয়ারিতেই বই হস্তান্তর করা সম্ভব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ (রোববার, ১৭ নভেম্বর) সকালে সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক কার্যক্রম নিয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবির বিষয়ে তিনি বলেন, ‘প্রাথমিকের সহকারী শিক্ষকদের গ্রেড উন্নতিকরণ বাস্তবসম্মত হবে না। তবে, পদোন্নতি যাতে নিয়মিত হয় সেই ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হবে।’

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এই সভায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষক সংকটসহ শিক্ষা ব্যবস্থার সার্বিক প্রতিবন্ধকতা তুলে ধরেন।

ইএ