বিদেশে এখন
0

দেখা মিলল বছরের শেষ দৃষ্টিনন্দন সুপারমুনের

রাতের আকাশে দেখা গেল বছরের শেষ অতিকায় দৃষ্টিনন্দন সুপারমুন। বিশ্বের বিভিন্ন শহর থেকে বিশাল এই চাঁদ দেখতে ঘর থেকে বেরিয়ে গেছেন দর্শনার্থীরা। এসময়টায় চাঁদ পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছে থাকায় পৃথিবী থেকে এতো বড় দেখা যায় চাঁদ। এরপর সুপারমুন দেখা যাবে ২০২৫ সালে।

নিকষ কালো আকাশে বিশাল প্রজ্বলিত এ চাঁদ দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত। বিভার সুপারমুন ছিল চলতি বছরের চতুর্থ আর শেষ সুপারমুন। উজ্জ্বল এই চাঁদ দেখা গেছে কায়রোর আকাশজুড়ে আর গিজার পিরামিডের ওপর।

অতিকায় এই চাঁদ দেখতে পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ক্যামেরাবন্দি করে নিচ্ছেন অসম্ভব সুন্দর এই মুহূর্ত। ভেনিজুয়েলার কারাকাসে পুরো শহরজুড়ে দেখা গেছে এই চাঁদ।

মধ্যপ্রাচ্যের রিয়াদ আর দুবাইয়ের উঁচু উঁচু ভবন থেকে আকাশে হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে এই চাঁদ। বিভারমুন হিসেবে পরিচিত এই চাঁদ পরিষ্কার ছিল ভিয়েতনামের রাতের আকাশেও।

ফুল মুন যে সময়টায় পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছে অবস্থান করে, তখন সেটিকে বলা সুপারমুন। সাধারণ পূর্ণিমার তুলনা এসময় পৃথিবী থেকে চাঁদকে ৭ শতাংশ বড় দেখা যায়। নাসা বলছে, রাতের আকাশে টানা তিনদিন দেখা যাবে এই বিভারমুন।

ইএ