দেশে এখন
0

মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতেই শিশুকন্যা জাইফাকে অপহরণ

মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতেই আজিমপুরের লালবাগ থেকে শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ৮ মাসের কন্যাশিশু জাইফাকে অপহরণ করে ডাকাতদল। ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর থেকে আজ (শনিবার, ১৬ নভেম্বর) শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় একজনকে আটক করলেও বাকি চারজন এখনও পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।

শুক্রবার সকাল ৯ টায় লালবাগের বাসা থেকে একটি শিশুকে নিয়ে বের হয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আট মাসের কন্যা শিশুর ছবি। কীভাবে সাবলেট নেয়ার কথা বলে একজন নারী ও দু'জন পুরুষ আজিমপুরের সরকারি চাকরিজীবী নারীর বাসায় যায়। বাসায় ঢুকে লুটপাট করে।

এরপর অপহরণ করে নিয়ে যায় ৮ মাসের শিশুকন্যা জাইফাকে। ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর মোহাম্মদপুর থেকে র‌্যাবের অভিযানে উদ্ধার হয় শিশুটি। কীভাবে উদ্ধার করা হয়েছে শিশুটিকে ? আজ রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সে তথ্য দিলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের মুখপাত্র বলেন, ‘ফাতেমা আক্তার। তার বয়স ২৭। তার বাড়ি মূলত বগুড়াতে। বাচ্চার মাকে জানান তার বাড়ি নওগাঁতে। এইসবই তার দেয়া তথ্য।’

উদ্দেশ্য ছিল মুক্তিপণ। তাই পরিকল্পিতভাবে অন্য সহযোগীদের নিয়ে শিশুটিকে ডাকাতি করে ফাতেমা। এ ঘটনায় জড়িত ৫ জনের মধ্যে একজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব মুখপাত্র বলেন, আমরা যেটা পেয়েছি তার সাথে তিনজন সদস্য ছিল। তার দেয়া ভাষ্যমতে তাদের নাম সুমন, হাসান, রায়হান। এছাড়া আমাদের যে ভিক্টিম তার মায়ের দেয়া তথ্যমতে সেখানে আরও একজন বোরকা পড়া মেয়ে ছিলেন।

গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছে।

ইএ