মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো হোয়াইট হাউজে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পও।
এর পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় দীর্ঘদিনের দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর। ঐতিহ্যবাহী ওভাল অফিসে হওয়া বৈঠকের শুরুতে দুই নেতাই শান্তিপূর্ণভাবে ক্ষমতার স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠকে আর কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। আলোচনা শেষে বাইরে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই হোয়াইট হাউজ ছেড়েছেন ট্রাম্প। এ অবস্থায় ধারণা করা হচ্ছে, বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্টের মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতিসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
এর আগে ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে ওয়াশিংটনে পৌঁছেই রিপাবলিকান নেতাদের সঙ্গে বিজয় উদ্যাপন করেন ট্রাম্প। তবে জিল বাইডেনের জন্যে হোয়াইট হাউজের আমন্ত্রণ বাতিল করায় ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন সফরে সঙ্গে ছিলেন না তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
এদিকে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের নতুন নেতা হিসেবে জন থুনকে বেছে নিলেন রিপাবলিকানরা। বুধবার হওয়া নির্বাচনে জয়লাভের পর রিপাবলিকানদের আরও ঐক্যবদ্ধ এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়েনে কাজ করার জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন নতুন এই সিনেট নেতা।
১০০ আসনের সিনেটে ৫২ টি আসনই রিপাবলিকানদের দখলে। সিনেটের নতুন নেতা বাছাইয়ের নির্বাচনে টেক্সাসের সিনেটর জন কর্নিনকে ৫ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন জন থুন।