ইউরোপ
বিদেশে এখন
0

পোল্যান্ডে কট্টর ডানপন্থিদের বিশাল র‌্যালি

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে হয়ে গেল কট্টর ডানপন্থিদের আয়োজনে স্বাধীনতা দিবসের বিশাল র‌্যালি। 'ইনডিপেনডেন্স ডে মার্চ' নামে বার্ষিক এই র‌্যালিতে অংশ নেন কয়েক লাখ কট্টর ডানপন্থি।

বিশাল এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে ইইউ ও ইউক্রেনবিরোধী স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদেরকে। এছাড়াও, 'শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব' সংশ্লিষ্ট নানা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়েও এদিন র‌্যালিতে অংশ নেন বহু ডানপন্থি সমর্থক।

এসময় অভিবাসনবিরোধী নানা স্লোগানও প্রকম্পিত হয় গোটা এলাকা। গেল ডিসেম্বরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই চাপের মধ্যে রয়েছে বামপন্থি ও মধ্য ডানপন্থি জোট সরকার। যদিও ওই নির্বাচনের মধ্য দীর্ঘ আট বছরের শাসনামলের সমাপ্তি ঘটে ডানপন্থিদের।

যদিও অভিবাসনবিরোধী নানা কর্মসূচি ও ক্যাম্পেইনের মাধ্যমে আস্থা জরিপে ফের জনপ্রিয়তা বাড়ছে ডানপন্থিদের। এদিকে ডানপন্থিদের এই বিশাল র‌্যালির প্রশংসা করে একে স্বাগত জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসএস