বিশাল এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে ইইউ ও ইউক্রেনবিরোধী স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদেরকে। এছাড়াও, 'শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব' সংশ্লিষ্ট নানা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়েও এদিন র্যালিতে অংশ নেন বহু ডানপন্থি সমর্থক।
এসময় অভিবাসনবিরোধী নানা স্লোগানও প্রকম্পিত হয় গোটা এলাকা। গেল ডিসেম্বরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই চাপের মধ্যে রয়েছে বামপন্থি ও মধ্য ডানপন্থি জোট সরকার। যদিও ওই নির্বাচনের মধ্য দীর্ঘ আট বছরের শাসনামলের সমাপ্তি ঘটে ডানপন্থিদের।
যদিও অভিবাসনবিরোধী নানা কর্মসূচি ও ক্যাম্পেইনের মাধ্যমে আস্থা জরিপে ফের জনপ্রিয়তা বাড়ছে ডানপন্থিদের। এদিকে ডানপন্থিদের এই বিশাল র্যালির প্রশংসা করে একে স্বাগত জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।