মৌসুমের শুরু থেকে চট্টগ্রামে নিয়ন্ত্রণের বাইরে আলুর দাম। গত ২ সপ্তাহে পণ্যটির দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা। পাইকারিতে প্রতি কেজি আলু ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭০ টাকার উপরে।
বাজারের পাইকাররা বলছেন, বর্তমান হিমাগারে থাকা আলুর সরবরাহ শেষের দিকে। একইসঙ্গে পাইকারি বিক্রেতারা চাহিদা অনুযায়ী আলুর সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে অতিবৃষ্টির কারণে আলুর বীজ রোপনে দেরি হওয়ায় বাজারে আগাম আলু আসতে দেরি হচ্ছে। ফলে অনিয়ন্ত্রিত আলুর বাজার।
তবে আগামী এক মাসের মধ্যে নতুন আলু বাজারে আসলে দাম কমে আসবে বলছেন তারা। এদিকে, মানিকগঞ্জে সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। গেল সপ্তাহে সাদা আলু ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
আর লাল আলু সপ্তাহের ব্যবধানে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। যাতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে ভিন্ন চিত্র হিলি স্থলবন্দরে। বন্দরে বেড়েছে আলুর আমদানি। চলতি মাসে আমদানি হয়েছে ১০ হাজার টন আলু। ফলে সপ্তাহের ব্যবধানে কমেছে আলুর দাম।