দেশে এখন
0

মার্চের মধ্যেই শ্রম আইন অধ্যাদেশ: শ্রম সচিব

আগামী মার্চের মধ্যে নতুন শ্রম আইন অধ্যাদেশ করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। আজ (রোববার, ১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আগামী মার্চে শ্রম আইনের সংস্কার করা হবে। শ্রম আইন অধ্যাদেশও হবে। এ বিষয়ে আইএলওকে জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষ ছড়াতে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও যেসব কারখানায় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব কারখানা এককভাবে চিহ্নিত করে পদক্ষেপ নেয়া হচ্ছে।’

অন্যদিকে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আগে আইএলওতে বাংলাদেশের প্রতিনিধিরা ধিক্কার পেত। আইএলওতে এবার বাংলাদেশের অবস্থান ছিল সৌহার্দ্যপূর্ণ। ৫ আগস্টের পর এই পরিবর্তনে সম্মতি জানিয়েছেন তারা।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ের তুলনায় আগামী ১০ বছরে পোশাক খাতকে ৩ গুণ বৃদ্ধি করা হবে।’ এছাড়াও অনেক দেশ বাংলাদেশের বিরুদ্ধে শ্রম পরিস্থিতিতে করা মামলা তুলে নিতে চেয়েছে বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার শুধু ছবি তুলে দায় সারা কাজ করছে না। শ্রম বান্ধব দেশ হিসেবে দেশকে তুলে ধরতে চায় অন্তর্বর্তী সরকার। সে জন্য কাজ করে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘অনেক কোম্পানির মালিক দেশে নাই। বিভিন্ন দেশে অবস্থান করছে। এছাড়া অনেক কারখানা মালিক নতুন লোণ নিতে পারছেন না। কারণ তারা ঋণ খেলাপি অবস্থায় রয়েছে। ফলে সেসব কারখানার সমস্যা সমাধান করতে সময় লাগছে। সব কিছুই সমাধানের চেষ্টা চলছে।’

এএইচ