এর আগে ৭ দিনের রিমান্ড শেষে আজ (শনিবার, ৯ নভেম্বর) সকাল ১১টায় তাদের আদালতে আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাহাবুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হেসেন মো. জুনাইদের আদালত হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে এ আদেশ দেন।
পরে যাত্রাবাড়ি থানার অপর একটি হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলকের অপেক্ষারত থাকা ৭ দিনের রিমান্ড কার্যকরের আদেশ দেন একই আদালত।
রাজধানীর বিভিন্ন থানার কয়েকটি হত্যা মামলায় রিমান্ডে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাসদ নেতা হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন।