সৌদি আরবের রিয়াদ ও জেদ্দাসহ বিভিন্ন শহরের পার্কে শুরু হওয়া মেলা এখন জমজমাট। স্থানীয়দের পাশাপাশি আনাগোনা বাড়ছে বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশের অভিবাসীদেরও। পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছেন মেলা প্রাঙ্গণে। শিশুদের জন্য আছে খেলার ব্যবস্থাও।
মেলায় বাহারি পণ্যের স্টল সাজিয়ে বসেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইয়েমেনসহ বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠান।
ফুল, খাবার, পোশাক ও শিশুদের খেলনাসহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান রয়েছে এ মেলায়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত থাকে উপচে পড়া ভিড়। বেড়েছে বিকিকিনিও।
সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গেলো অক্টোবরে শুরু হওয়া এই মেলো চলবে ডিসেম্বর পর্যন্ত।
এখানে স্টল দেয়া ব্যবসায়ীদের লাগছে না কোনো ফি, তবে লভ্যাংশ থেকে ২০ শতাংশ জমা দিতে হয় সৌদি আরব সরকারের কোষাগারে।