রাজনীতি
দেশে এখন
0

বিএনপি যেকোনো আধিপত্যবাদকে রুখে দিতে ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

জনগণকে সাথে নিয়ে যেকোনো আধিপত্যবাদকে রুখে দিতে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপযুক্ত সময়ে নির্বাচন হলে জাতি তার চ্যালেঞ্জগুলো সহজে মোকাবিলা করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন বিএনপি মহাসচিব।

বিপ্লব ও সংহতি দিবসে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি ও এর আশপাশের এলাকায় ঢল নামে মানুষের।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে হাজির হন দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে।

স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জনগণকে সাথে নিয়ে যেকোনো আধিপত্যবাদকে রুখে দিতে ঐক্যবদ্ধ রয়েছে তারা। সেইসাথে স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাওয়া কথাও বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, 'আধিপত্যবাদকে রুখে দিবো। এর জন্য প্রয়োজনে আমরা আরও বেশি শক্তিশালী আন্দোলন করবো। আজকের দিনে আমরা আশা করি সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জনতার বিপ্লবকে সুসঙ্গত করার কাজ করবো।'

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, উপযুক্ত সময়ে নির্বাচন হলে জাতি তার চ্যালেঞ্জগুলো সহজে মোকাবিলা করতে পারবে। অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে জনগণের প্রত্যাশা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'তাদেরকে যদি আমরা সকল সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে একটা যৌক্তিক সময়ের মধ্যে যদি তারা নির্বাচন দিতে সক্ষম হয় তাহলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা মোকাবিলা করা সম্ভব হবে।'

আগামীকাল (শুক্রবার, ৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করবে বিএনপি।

এসএস