প্রেস সচিব জানান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, 'দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে। ড. ইউনূসের সাথে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক- দুই দলের সঙ্গে ভালো সম্পর্ক আছে।'
শফিকুল আলম জানান, দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেয়া হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
ঐতিহাসিক জয়ের মধ্যদিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজের সবশেষ ফলাফল অনুযায়ী, ৫৩৮টির মধ্যে ২৭৯টিতে জয়ী হয়েছেন তিনি। জয়ের জন্য তার প্রয়োজন ছিল ২৭০ ইলেকটোরাল ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস পেয়েছেন ২২৪ ইলেকটোরাল ভোট।