কর্পোরেট
0

এএএবির নতুন সভাপতি সানাউল আরেফিন ও সাধারণ সম্পাদক আহসানুল আপন

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সানাউল আরেফিন এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আহসানুল আপন নির্বাচিত হয়েছেন।

বনানীতে এএএবির সদ্যসমাপ্ত বার্ষিক সাধারণ সভায় নিয়মিত আলোচনার পাশাপাশি এ ৭ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

নতুন এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাজিম ফারহান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে সারাহ আলি, সহ-সাধারণ সম্পাদক হিসেবে এম এ মারুফ এবং সদস্য হিসেবে মেহেরুন নেসা ইসলাম ও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন জগতের অগ্রজ গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের, কাজী ওয়াহিদুল আলমসহ অনুষ্ঠানে অ্যাডভার্টাইজিং ফ্র্যাটার্নিটির প্রায় ৬০টি নতুন এবং পুরাতন প্রতিষ্ঠানের কর্নধার উপস্থিত ছিলেন।

এএএবির সভাপতি রামেন্দু মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনির আহমেদ খানের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি এবং বিজ্ঞাপন জগতের কিংবদন্তী আলী যাকের ও রেজা আলীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় নতুন কমিটির প্রধান লক্ষ্য হিসেবে সদস্যপদ বৃদ্ধি, সংগঠন কাঠামো সংস্কার এবং পুরো ইন্ডাস্ট্রিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিজ্ঞাপনের পরিসর আরো বাড়ানোর কথা বলা হয়।

বিজ্ঞাপন জগতে নতুন চিন্তাধারা নিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে সেগুলো মাথায় নিয়ে বিজ্ঞাপনী সংস্থাগুলোকে আরো বেশি সম্পৃক্ত করা, সংগঠনকে আরো শক্তিশালী করা, সরকারের দায়িত্বশীল মানুষদের সাথে বিজ্ঞাপনী সংস্থাসমূহের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাকে আরো গতিশীল করা এবং দেশের বিজ্ঞাপনী সংস্থাসমূহ যেন বিশ্বের অন্যান্য দেশেও কাজ করে বৈদেশিক মুদ্রা আনয়ন করতে পারে সে সব বিষয়কে আরো ত্বরান্বিত করার জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) নতুন কমিটি কাজ করবে বলেও জানানো হয়।— বিজ্ঞপ্তি

এএইচ