দেশে এখন
0

আলোকচিত্রী শহিদুল আলমের তথ্য প্রযুক্তি আইনে মামলার তদন্তকাজ স্থগিত

আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে ২০১৮ সালের করা তথ্য প্রযুক্তি আইনে করা একটি মামলার তদন্তকাজ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে থাকা মামলাটি কেনো বাতিল হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

আজ (সোমবার, ৪ নভেম্বর) বিচারপতি মো. ইকবাল কবিরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। 

এর আগে তার বিরুদ্ধে থাকা তথ্য প্রযুক্তি আইনে থাকা মামলাটি বৈধতা নিয়ে রুল খারিজ করে দিয়েছিলো আপিল বিভাগ। 

২০১৮ সালের ১২ আগস্ট তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। 

মামলা অভিযোগে বলা হয়, শিক্ষার্থী নিরাপদ সড়ক আন্দোলনে শহিদুল আলম ফেসবুকে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। 

যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা।

ইএ