বিদেশে এখন
0

মার্কিন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস, চমক দেখাতে পারেন ট্রাম্প

আসন্ন মার্কিন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেই এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, শেষ মুহূর্তে পেনসিলভেনিয়া বা মিশিগানের মতো ব্যাটেলগ্রাউন্ড স্টেটে চমক দেখাতে পারেন ট্রাম্প। আর শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই যদি নির্বাচিত হন, তাহলে মার্কিন রাজনীতির ভোল পাল্টে যাবে এমন আশঙ্কাও করছেন অনেকে।

৭টি সুইং স্টেটের ৯৩টি ইলেকটোরাল কলেজ ভোটের ওপর নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প আর কামাল হ্যারিসের ভবিষ্যৎ। নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন আর জর্জিয়ার পর মিশিগান ও পেনসিলভেনিয়ার মতো ব্যাটেলগ্রাউন্ড স্টেটে ডেমোক্র্যাট প্রার্থী কামালার সাথে ব্যবধান কমিয়ে ফেলছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের নিশ্চয়তা দিলেও আপাতত ট্রাম্পকেই এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, সুইং স্টেটগুলোতে ভাইস প্রেসিডেন্ট কামালার লক্ষণ সুবিধার নয়।

স্যুইং স্টেটের মধ্যে সর্বোচ্চ ১৯টি ইলেকটোরাল ভোট থাকায় বারবার আলোচনায় আসছে পেলসিলভেনিয়ার নাম। বিশেষজ্ঞরা বলছেন, অঙ্গরাজ্যটিতে জয় পেতে হলে প্রয়োজন হবে অর্ধ মিলিয়ন এশিয়ান অ্যামেরিকান ও ৫ লাখ ৮০ হাজার ল্যাটিনো ভোটারের সমর্থন। জনমত জরিপে দেখা যাচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিশেষ এই রাজ্যটিতে আধিপত্য ধরে রাখতে পারছেন কামালা।

এছাড়া, মিশিগানেও নড়বড়ে হচ্ছে নীল শিবিরের ভিত। যুক্তরাষ্ট্রে প্রবাসী, নন্দিত প্রাবন্ধিক ও কলামিস্ট হাসান ফেরদৌসের আশঙ্কা, মধ্যপ্রাচ্য সংঘাতে বাইডেন প্রশাসনের বিতর্কিত অবস্থানের জন্য অঙ্গরাজ্যটির অন্তত ২ লাখ আরব মুসলিম ভোটারের সমর্থন হারাতে পারেন কামালা।

রিপাবলিকানদের এগিয়ে রাখলেও, ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসা নিয়ে অনেকের কপালেই চিন্তার ভাঁজ। কলামিস্ট ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস বলেন, ‘যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রিপাবলিকান আধিপত্য আগে থেকেই বেশি। এবারের নির্বাচনে রিপাবলিকানদের জয় হলে সর্বোচ্চ আদালতের পাশাপাশি হোয়াইট হাউজ, সিনেট ও কংগ্রেসেও দখল চলে যাবে লাল শিবিরের দখলে।’ এমনটা হলে ট্রাম্পকে নিয়ন্ত্রণ করার আর কোনো উপায় থাকবে না বলে মনে করছেন তিনি।

মার্কিন গণমাধ্যম বলছে, এবারের নির্বাচনে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে তা অতীতের যে কোনো নির্বাচনকে ছাপিয়ে যাবে। তবে শেষ হাসি হাসবেন কোন প্রার্থী তার জন্য অপেক্ষা করতে হবে আরও ৪ দিন।

ইএ