কোম্পানির তথ্যানুযায়ী, নতুন মডেলের তুলনায় ৪০ শতাংশ ছাড়ে গ্রাহকরা এসব ডিভাইস কিনতে পারবে। প্রতিটি ডিভাইসেই এক বছরের সীমিত ওয়ারেন্টি ও কাস্টমার সাপোর্ট অপশন থাকবে।
এক বিবৃতিতে গুগল জানায়, প্রতিটি রিফারবিশড স্মার্টফোন ভালোভাবে পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে ডিভাইসের ডিসপ্লে ও ব্যাটারির গুণগত মান নিশ্চিত করা হয়েছে। তবে ভার্জের কাছে দেয়া সাক্ষাৎকারে কোম্পানির একজন মুখপাত্র জানান, ব্যাটারির ক্ষেত্রে কোনো গ্যারান্টি কোম্পানি থেকে দেয়া হয়নি।
তবে ডিভাইসগুলোর দাম বেশ আকর্ষণীয়। রিফারবিশড পিক্সেল ৬ কিনতে ব্যয় হবে ৩৩৯ ডলার, যেখানে নতুন ডিভাইসের দাম ৫৯৯ ডলার। এছাড়াও পিক্সেল ৭ প্রো ৮৯৯ এর বিপরীতে ৬২৯ ডলারে পাওয়া যাবে।
বর্তমানে সবগুলো ডিভাইস ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যাবে। তবে গুগলের মুখপাত্র প্যাট্রিক সেবোল্ড জানান, খুব শিগগিরই ডিভাইসগুলোর আরো স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে আনা হবে।
রিফারবিশড পিক্সেল ডিভাইসগুলোতে হালনাগাদ অ্যান্ড্রয়েড সফটওয়্যার থাকবে বলেও জানা গেছে। এছাড়াও ডিভাইসের সঙ্গে চার্জার থাকবে।