অপরাধ ও আদালত
দেশে এখন
0

সংসদ সদস্য ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুতে আইনি নোটিশ

দলীয় সরকারের অধীনে ২০১৪, ১৮ ও ২৪ সালের জাতীয় নির্বাচনে সব সংসদ সদস্য ও নির্বাচনে নিয়োজিত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম শুরুর জন্য আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ (রোববার, ২৭ অক্টোবর) দুদকের চেয়ারম্যান বরাবর এ নোটিশ দিয়েছেন আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম। নোটিশে বলা হয়, মানিলন্ডারিং আইনের সংশ্লিষ্ট ধারায় অনুসন্ধান কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে রাতের আঁধারে নির্বাচন আর ২০২৪ সালে নিজেদের ভেতরে পাতানো নির্বাচন হয়।

রাষ্ট্র সংস্কার করতে হলে পতিত সরকারের ১৫ বছরে হওয়া নির্বাচনসহ সব অপকর্ম সংঘটনকারী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে বলে জানান নোটিশ পাঠানো আইনজীবী।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর