দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেন মুল্ডার ও ভেরেইনা। নতুন সকালের প্রথম ঘন্টায় সাবলীল ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে রেখে দলের লিড ১০০'র ঘরে নিয়ে যায় এই জুটি। সাথে দুজনই তুলে নেন ফিফটি। দু'জনের ১১৯ রানের জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ।
৬৫ তম ওভারে জোড়া আঘাতে ফেরান মুল্ডার ও কেশাভ মহারাজকে।
তবে অন্যপ্রান্তে অবিচল থেকে ক্যারিয়ারের ২য় সেঞ্চুরি তুলে নেন ভেরেইনা। ডেইন পিটের সঙ্গে তার ৬৬ রানের জুটিতে তিনশ' ছাড়ায় দক্ষিণ আফ্রিকা। সফররতদের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৪ রান করেন ভেরেইনা। প্রোটিয়ারা থামে ৩০৮ রানে।
বাংলাদেশের পক্ষে তাইজুল ৫টি, হাসান মাহমুদ ৩টি ও মেহেদি মিরাজ ২টি করে উইকেট শিকার করেন।