স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনই এক খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
জানা গেছে, প্রথমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হন।
এরপরই এলাকায় উত্তেজনা বেড়ে যায়। এর পর জেলার বিভিন্ন এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়, এতেই মূলত এতো বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
তবে কী কারণে এই গুলির সূত্রপাত তার আসল কারণ জানা যায়নি।